
মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন uno baliadangi thakurgaon সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে পোস্ট করে জানিয়েছেন, গৃহহীনদের বাড়ি পাওয়ার জন্য কোন টাকা দিতে হবে না, যদি কেউ টাকা চাই তবে আমাদের জানাবেন এবং যদি কোন গৃহহীন বাড়ি নিতে চান, তাহলে আমার অফিসে এনআইডি নিয়ে আসবেন ৷ নিচে উনার পোস্টটি হুবহু তুলে ধরা হলোঃ সম্মানিত বালিয়াডাঙ্গীবাসী, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ‘মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না’ মর্মে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়িত হচ্ছে। সমগ্র দেশের মত বালিয়াডাঙ্গী উপজেলাতেও সকল গৃহহীন ও ভূমিহীন পরিবারের নাম তালিকাভুক্ত করে তাদেরকে ২ শতাংশ করে জমি ও গৃহ প্রদানের কাজ চলমান রয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, উপজেলার কিছু কিছু জায়গায় গৃহ/বাড়ি প্রদানের নামে কোন কোন কুচক্রী মহল ও দালাল শ্রেণির লোক কর্তৃক টাকা চাওয়া/নেওয়া হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা দ্ব্যর্থহীনভাবে জানাতে চাই, এই দুর্নীতি অর্থাৎ গৃহ পাওয়ার জন্য টাকা দেওয়া-নেওয়ার সাথে আমাদের/প্রকল্প সংশ্লিষ্টদের দূরতম কোন সম্পর্ক নাই। এরকম ঘৃণ্য কাজের সাথে জড়িতরা দেশ ও জাতির শত্রু। এ ধরনের অর্থ লেনদেনের ঘটনা ঘটলে সাথে সাথে আমাদের জানানোর জন্য অনুরোধ করছি। জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী এবং সুশীল সমাজসহ সচেতন মহলের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের আশেপাশের গরীব, নিঃস্ব ও অসহায় মানুষদের গৃহ পাওয়ার জন্য টাকা প্রদান করতে নিষেধ করবেন। যিনি বাড়ি পাওয়ার যোগ্য, তিনি টাকা পয়সা ছাড়াই বাড়ি পাবেন, এর জন্য কাউকে কোন টাকা দেওয়ার প্রয়োজন নাই। ভূমিহীন ও গৃহহীন এবং সরকারি খাস জমিতে যেতে ইচ্ছুক, এরকম কারও খোজ থাকলে প্রয়োজনে সরাসরি #আমার_অফিসে_পাঠিয়ে দিন, আইডি কার্ডসহ। নিজে সচেতন হোন, অন্যদের সচেতন করুন। ধন্যবাদান্তে মোঃ যোবায়ের হোসেন উপজেলা নির্বাহী অফিসার বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও।