বাংলাদেশ এক রোল মডেল হবে শেখ হাসিনার হাত ধরে

নিউজ ডেস্ক:-

বাংলাদেশের প্রত্যন্ত মানুষের শিক্ষার পরিবর্তন আনতে এবং যা ছড়িয়ে পড়বে সারা দেশের রোল মডেল হিসাবে। যিনি বঙ্গবন্ধুর কন্যা জন নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে।

তাই আমি বিশ্বাস করি, বিশেষায়িত শিক্ষা প্রশিক্ষণকে। শিক্ষার সঙ্গে প্রযুক্তির সমন্বয় আরও ভালোভাবে ঘটিয়ে দ্রুতগতিতে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে এবং তার জন্য আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে। সুশিক্ষায় গড়ে উঠবে আমাদের নতুন প্রজন্ম। জন্ম হবে নেতার, যে নেতার সংস্পর্শে সবাই কাজের সমন্বয়ে বড় হবে।

 

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে একজন নতুন নেতার নেতৃত্বে গড়ে উঠুক সোনার বাংলা, গড়ে উঠুক পৃথিবীর সোনার প্রত্যন্ত অঞ্চলগুলো। যার হৃদয়ে প্রতিধ্বনিত্ব হয়-সোনার বাংলার মানুষের মানব উন্নয়নে-তিনি হলেন ঠাকুরগাঁ জেলার হরিপুর বাসী-সবার প্রাণপুরুষ নেতা এ কে এম শামীম ফেরদৌস টগর।

ধন্যবাদ জানায় জনাব শামীম ফেরদৌস টগরকে কাঁর মুল্যবান সময় দেবার জন্য ।তিনি অল্প সময়ে সৌজন্য সাক্ষাতে যতটুকু রাজনৈতিক বনাম ঠাকুরগাঁও বাসী তথা হরিপুরবাসীর জন্য হৃদয় নিংড়ানো কথাগুলো যে ভাবে বললেন তা সত্যিই অনুধাবন করার মতো। এমন ত্যাগী নেতার গল্প সত্যি ভাবনার বিষয়।

(লেখক, জসীম উদ্দিন জয় )