পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং

আইনুল হক,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহ প্রদান কার্যক্রম উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা করেছেন।

শুক্রবার ১২ জুন দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রসাশনের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম,

প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক এন কে রানা, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন,

প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাক সংবাদদাতা মেহের এলাহী, যুগান্তর প্রতিনিধি বুলবুল আহমেদ, সমকাল প্রতিনিধি মোকাদ্দেস হায়াত মিলন,মানব জমিন প্রতিনিধি তারেক হোসেন, জনকন্ঠ প্রতিনিধি মোশাররফ হোসেন, আজকের পত্রিকা প্রতিনিধি এন এন রানা, দিনকাল প্রতিনিধি কাজী আজিজুল হক,বিজয় টিভির প্রতিনিধি মামুনুর রশিদ মিন্টু, আমার সংবাদ প্রতিনিধি আব্দুল আলিম, কলকাতা টিভি প্রতিনিধি মুনছুর আহমেদ, খোলা কাগজ প্রতিনিধি বাদল হোসেন, দৈনিক বাংলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন নয়ন, সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ।

উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভায় জানিয়েছেন প্রথম ও দ্বিতীয় ধাপে মোট ৭’শ ৫৫টি ঘর দেয়া হবে। এর মধ্যে অধিকাংশই ঘর বুঝিয়ে দেয়া হয়েছে।