
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
শামীম হেয়ার জেন্টস বিউটি পার্লার & হেয়ার কাটিং সেলুন এর শুভ উদ্বোধন। নওগাঁ শহরের উকিল পাড়া কুদ্দুস ডাক্তার এর বাড়ীর সামনে আজ শুক্রবার সকাল ১০টায় এই শুভ উদ্বোধন হয়েছে। এসময় অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সামাদ, আবু সাইদ, দেলোয়ার হোসেন ও সাংবাদিক অন্তর আহম্মেদ, শামীম হেয়ার জেন্টস বিউটি পার্লার & হেয়ার কাটিং সেলুন এর স্বত্বাধিকারী শামীম হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। করোনাভাইরাস এর প্রকট কারণে ছোট পরিসরে দোয়া ও মিলাদ মহাফিল অনুষ্ঠানের মধ্যদিয়ে শামীম জেন্টস বিউটি পার্লার & হেয়ার কাটিং সেলুন এর উদ্বোধন হয়।