দামুড়হুদা উপজেলা ১৪ দিনের লকডাউনের মধ্যে বিবাহ সম্পূর্ণ হতে চলেছে আগামীকাল ১৯ জুন ২০২১ইং শনিবার

নিজস্ব প্রতিবেদক:-

যখন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত তখনই চুয়াডাঙ্গা জেলার,দামুড়হুদা উপজেলা ১৪ দিনের লকডাওনে মধ্যে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিয়াউলের ৮ বছর পূর্বে বিয়ে ও সংসার করা মেয়ের বিয়ের অনুষ্ঠান তুলতে ৫০০ জন লোকের দায়াতের সমাগমে এলাকায় কার্ড বিতরণ সহ সকল আয়োজন প্রায় সম্পুর্ন করেছে জিয়াউল হক।

শনিবার ১৯ জুন ২০২১ ইং তারিখ লকডাউনের ৫ম দিনে যেখানে দামুড়হুদা উপজেলাই কর্মহীন মানুষ বাঁচার চেষ্টাই নাখেয় লকডাউনের সকল কর্মসূচি পালন করছে ঠিক, অপর দিকে একুই তারিখে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হকের মেয়ে সেতুর ৮ বছর পূর্বে হয়ে যায়া বিয়ের অনুষ্ঠান তুলতে ৫০০ জন লোকের সমাগমের ব্যায়বহুল প্রস্তুতি সম্পুর্ণ, উপজেলার বাহিরে থেকে ঢুকবে বরর্যাত্রী। উপজেলা প্রসাসন সহ পুলিশ প্রসাসন মহামারী কোভিড-১৯ করোনা মোকাবেলায় যেখানে সংক্রমণ রোধে মানুষের সুস্থ রাখার জন্য দিন রাত হিমসিম খেয়ে পড়ছে সেখানে এধরণের লোকসমাগম কিভাবে সম্ভব হবে ? ইন্ডিয়ান বর্ডার ঘেঁষা গ্রাম পারকৃষ্ণপুর যেখানে ভেরিয়েন্ট করনা রুগী, তবে কার ইন্দনে এমন মহামারী পরিস্থিতিতে বিয়ের অনুষ্ঠান এ প্রশ্ন জেলা নেতৃবৃন্দ সহ জেলা প্রসাসন ও উপজেলা প্রশাসনের নিকট। যারা আজ কর্মহীন হয়ে বাঁচার চেষ্টায় সরকারের লকডাওন কর্মসূচির সব মানতে পারছে, তখনি ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারির হাজার ভিড় জমানো মেয়ে বিয়েনিয়ে এমন মুর্খ কান্ড যাতে না হয় স্থানীয় প্রসাসনের নিকট এলাকা বাসির তীব্র নিন্দা ও প্রতিবাদের দাবি।