রানীশংকৈলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নানা অনিয়মের অভিযোগ

আবদুল্লাহ আল নোমান, নিজস্ব প্রতিবেদক:-

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় ধনসিং এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

উপজেলার ঝুলঝাড়ি গ্রামের জামালসহ কয়েকজনের অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর নিকট আত্মীয় জামাল জানান চেংমারী গ্রামের আব্দুল করিমের স্ত্রী বিলকিস বেগম কে মারামারি সূত্রে আহত হওয়ায় জরুরি বিভাগে ভর্তি করালে । বিলকিস বেগমের চোখের ভ্রুর নীচে সেলাই করতে হবে বলে ধনসিং সুতা কেনা বাবদ ৩০০ টাকা দাবি করে নয়তো সেলাইয়ের সুতা কিনে আনতে বলেন। ভুক্তভোগী গরিব হওয়ায় ২৫০ টাকা ধনসিংয়ের কাছে দিলে সেলাইয়ের কাজ সম্পন্ন হয়। জামাল জানান, সরকারি হাসপাতালে গিয়ে যদি এ ধরনের হয়রানির শিকার হতে হয় নিজের টাকা দিয়ে সুতা সহ অন্যান্য জিনিসপত্র কিনতে হয় তাহলে আমরা গরীব সাধারন ও অসহায় মানুষ কথায় যাব।

ধনসিংয়ের বিরুদ্ধে, নাম প্রকাশে অনিচ্ছুক আরো অনেকের এ ধরনের অভিযোগ জানা গেছে।

এ বিষয়ে ধনসিংয়ের সাথে কথা বললে, টাকা নেওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে যথেষ্ট পরিমান সুতা মজুদ রয়েছে। তারা যদি সেটা করে থাকে সেটা অন্যায় করেছে। এর আগেও আমি তাদের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ শুনেছি। আমি দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করব।