
মোঃ আনোয়ার হোসেন, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া কেন্দ্রীয় জামে মসজিদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার বাদ জুম্মা পরবর্তী নির্বাচন পরিচালনা করার জন্য আলহাজ্জ শহিদুল ইসলামকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্জ তাহেরুল ইসলামের সভাপতিত্বে নতুন কমিটি গঠন বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্থানাীয় রাজনৈতিক ব্যক্তিত্ব তথা জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,বাংলাবাজার হাফেজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্জ সুফি আব্দুল গণি,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু,প্রভাষক গোলাম মোস্তফা,গোলাম রব্বানী প্রমুখ।
পরে আলহাজ্জ শহিদুল ইসলামকে আহবায়ক সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লবকে যুগ্ম আহবায়ক এবং প্রভাষক গোলাম মোস্তফাকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।আগামী ৩ মাসের মধ্যে আহবায়ক কমিটি মসজিদের পরিচালনা কমিটি গঠনে নির্বাচনের পরিবেশ তৈরী এবং প্রকৃত মুসল্লীদের মধ্য থেকে ভোটার প্রনয়ন করবেন।
এরপূর্বে গত শুক্রবার (২৮ মে) বাদ জুম্মা মসজিদ অভ্যন্তরে বিগত কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।সভায় বিগত ৩ বছরের আয় ব্যায়ের হিসাব উপস্থাপন শেষে মুসল্লিদের কন্ঠ ভোটে অনুমোদিত হয় ।পরে সভাপতি আলহাজ্জ তাহেরুল ইসলাম কমিটির মেয়াদ ৩ বছর উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।