
নিজস্ব প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি জাকারিয়া হাবিব ডনের সভাপতিত্বে উপজেলা গেট চত্বরে শেখ রাসেল প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা ও আ’লীগের যুগ্ন সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, উপদেষ্টা রফিক, সাবেক সভাপতি আব্দুল জব্বার, সাবেক সাধারণ সম্পাদক সুজন মাহমুদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরথান আলী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্ন সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সহ- সম্পাদক নাজমুল হোসেন সহ অন্যান্য নেতা কর্মীবৃন্দ প্রমুখ।