
মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় ১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার শ্রমিক কল্যান সমন্বয় পরিষদ ও দর্জি বিজ্ঞান শ্রমিক ইউনিয়ন এর ব্যানারে একটি র্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জুলফিকার আলী, উপজেলা শ্রমিক সমন্বয় পরিষদ, জাতীয় শ্রমিকলীগ, ট্রাক ট্রাংলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, দর্জি বিজ্ঞান শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়সহ সকল সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।