
রশিদুল ইসলাম রিপন,লালমনিরহাট প্রতিনিধি:-
যখন কিছু প্রতারক চক্র অসহায় ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় এর কথা বলে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ টাকা, সেই সময়ে এগিয়ে এসেছে একটি সেবা মূলক সংগঠন “সেবা নীড়”। সংগঠনটি “স্বেচ্ছায় করি রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রাণ” এই শ্লোগানকে বুকে ধারণ করে লালমনিরহাট জেলার বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা দিয়ে যাচ্ছেন ।
তারই ধারাবাহিকতায় (২জুন) বুধবার কুড়িগ্রাম জেলা সদরে অবস্থিত, আলহাজ্ব বেলাল হোসেন মডেল স্কুলে, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এর আয়োজন করেন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব বেলাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক। তিনি বলেন, সেবা নীড় সংগঠনটি একদিন বাংলাদেশের ৬৪ জেলায় তাদের জায়গা করে নেবে। তাদের কার্যক্রম আমার অনেক ভালো লেগেছে আমি সকল স্বেচ্ছাসেবী তরুণদের সুস্বাস্থ্য কামনা করছি।
সেবা নীড়ের কুড়িগ্রাম জেলা সভাপতি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই আমরা অনেক প্রোগ্রাম করেছি এবং আমরা সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছি অসহায় মানুষ ও এতিম শিশুদের জন্য।
সেবা নীড় সংগঠন এর পরিচালক মহোদয় বলেন, যাদের অজস্র পরিশ্রমে এই সংগঠনটি অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন, অসহায় গরীব বস্ত্রহীন পথশিশুদের কথা আমাদের ভেবে দেখা দরকার। আপনার দুটো হাত রয়েছে একটা নিজেকে সাহায্য করার জন্য অপরটি অন্যদের সাহায্য করার জন্য। একজনের সাহায্য করলে হয়তো দুনিয়া বদলে যাবে না, তবে ঐ একজনের দুনিয়া বদলে যেতে পারে।