হরিপুরে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

এবিএম কাইয়ুম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে রাব্বিলা আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাব্বিলা আক্তার হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের আমগাঁও গ্রামের মৃত আব্দুল হাকিমের কন্যা। সে আমগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। সোমবার (৩১মে ) আনুমানিক রাত্রী ৩টার দিকে পরিবারের সকলের অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ব্যাপারে ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পাভেল তালুদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওরঙ্গজেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে৷ এবং উর্ধতন কতৃপক্ষের অনুমতিক্রমে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।