
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি::-
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
৩০শে মে রোববার সন্ধ্যা ৭ টায় উপজেলার কামারপুকুর বদ্ধ্যভুমি চত্বরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ হরিপুর উপজেলা শাখার উদ্দোগে বঙ্গবন্ধু জন্মশতবর্ষের শুভেচ্ছা জানিয়ে এবং সকল শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে বদ্ধভূমি চত্বরেই কেক কেটে ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এসময় উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি মোঃ জয়নুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক উপজেলা আ’লীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা অধ্যক্ষ, এ কে এম শামীম ফেরদৌস টগর।
বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান শান্ত উপজেলা ছাত্রলীগের সভাপতি সুব্রত ভৌমিক (মিলন)। উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিউর রাজু, ২নং আমগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিনুর ইসলাম শাহীন, ২নং আমগাঁও ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, রায়হান কবীর, মাসুদ রানা, শফিকুল ইসলাম শান্ত প্রমুখ।