গুরুদাসপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

রাশিদুল ইসলাম,নাটোর প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে আলেপ মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ রোববার (৩০মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আলেপ মোল্লা ওই এলাকার মৃত শেরু মোল্লার ছেলে। নিহত আলেপ মোল্লার এক ছেলে এক মেয়ে ও স্ত্রী নিয়ে ছিলো তার সংসার।

প্রতক্ষ্যদর্শী ও স্থানীয় সূত্রে জানাগেছে-রোববার আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সৃষ্টি হয়। বাড়ির টিনের বারান্দায় বসে ছিল। হঠাৎ বিকট বজ্রপাতের শব্দে বৃদ্ধ আলেপ মোল্লা মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো.শওকত রানা লাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে হঠাৎ বজ্রপাতে বৃদ্ধ কৃষক আলেপ মোল্লার মৃত্যু হয়েছে।