লালমনিরহাটে “সেবা নীড়” সেবামূলক সংগঠনের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট প্রতিনিধিঃ

‘স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ’ এই স্লোগানকে বুকে ধারণ করে সেবামূলক সংগঠন ‘সেবা নীড়ের’ উদ্যোগে আজ ৩০ শে মে, রবিবার সকাল ১০ টা হইতে বিকাল ৩ টা পর্যন্ত লালমনিরহাট জেলার মহেন্দ্রনগর ইউনিয়নের, কাশিপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠন টি বিভিন্ন স্কুল ও কলেজে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেন।

ভেলাবাড়ী কলেজের অধ্যাপক সাহেব বলেন, আমাদের লালমনিরহাট জেলায় এরকম একটি সেবামূলক সংগঠন আছে তা কল্পনার অতুলনীয়। আমি তাঁদের কর্মদক্ষতা দেখে মুগ্ধ হয়েছি এবং অনুপ্রাণিত হয়েছি।

আমি তাদের জন্য দোয়া করি, তারা যেন সারা বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে।

শিয়ালখোওয়া প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যাপক সাহেব বলেন, এই সেবা নীড় সংগঠন টির কার্যক্রম এবং কার্যপ্রণালী অনেক পরিপূর্ণ এবং পরিমার্জিত। আমি মন থেকে তাদের জন্য দোয়া করি, তারা যেন এইভাবে অসহায় মানুষের পাশে থাকতে পারেন।

কলেজ এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সেবা নীড় পরিবার। ক্যাম্পেইন সুষ্ঠুভাবে পরিচালনায় কাজ করেছেন সেবা নীড়ের এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী (প্রায় ৩০ জন) মানবতার ফেরিওয়ালা।

সেবা নীড়ের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস….।তিনি সেবা নীড়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খায়রুল ইসলাম, আঃ রাজ্জাক, এবং অন্যান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ, সেবা নীড় সংগঠন টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়নে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ছাড়াও অসহায় ও এতিম শিশুদের নতুন পোশাক বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান, বিভিন্ন উৎসবে অসহায় মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ, হাফেজিয়া মাদ্রাসায় কোরআন প্যাকেজ বিতরণ ও ইফতার মাহফিল সহ বিভিন্নধরনের সেবামূলক কাজ করে যাচ্ছে।

সেবা নীড় সংগঠন এর পরিচালক মোঃ সাজু খাঁন বলেন, এই সেবামূলক সংগঠন টি সরকারিভাবে নিবন্ধিত হলে বাংলাদেশের 64 জেলায় গরীব ও অসহায় মানুষদের জন্য কাজ করতে পারবেন।

পরিচালক সাহেব আরো বলেন, নতুন প্রোগ্রাম হিসেবে সেবা নীড় হাতে নিয়েছেন, প্রত্যেক জেলা, উপজেলা, এবং ইউনিয়নের প্রত্যেকটি জামে মসজিদে ছোট ছোট বাচ্চাদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করণ।

তিনি আরো বলেন প্রত্যেকটা সুশীলসমাজ মানুষকে এগিয়ে আসতে হবে এবং অন্যের বিপদে পাশে দাঁড়াতে হবে। যদি তাই হয় তাহলে এই বাংলাদেশে হবে সোনার বাংলাদেশ।