
আবদুল্লাহ আল মামুন,যশোর জেলা প্রতিনিধি::-
ফ্রি ফায়ার গেমে সারাদেশের ন্যায় যশোর মনিরামপুর কেশবপুর উপজেলার শিক্ষার্থীরা মেতে উঠেছে রাতদিন সকাল বিকাল গ্রামের বাগানে মাঠে নদীর তীরে কয়েকজন একত্রিত হয়ে খেলছে পাপজি ফ্রি ফায়ার গেমে।
আজ ২৯ মে শনিবারে মনিরামপুর উপজেলার পৌর এলাকার বিজয়রামপুর মধ্যপাড়াতে কয়েকজন শিক্ষার্থী একত্রিত হয়ে গেমে মেতে উঠে জানতে চাইলে আলিফ নামে এক শিক্ষার্থী সাংবাদিক আবদুল্লাহ আল মামুন কে জানান দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা গেম খেলে সময় পার করি প্রতি মাসে গেম খেলতে ৪০ জিপি এমবি ব্যাবহার করতে হয় এতে খরচ হয় ৫ থেকে ৬০০ টাকা।
এই টাকা কোথায় পায় এবিষয়ে জানতে চাইলে তারা জানায় আমাদের বাড়ি থেকে দেয় না দিলে বিভিন্ন ভাবে চাপ দিয়ে নিতে হয় ।
গেম খেলে শিক্ষার্থীরা নষ্ট হয়ে যাচ্ছে একথা বলাতে শিক্ষার্থীরা বলেন আমরা তো মদ গাঁজা ইয়াবা সেবন করছি না আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় একটু সময় কাটাতে গেম খেলি।
এটা নিয়ে ষড়যন্ত্র না করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হোক আশাকরি সমস্ত শিক্ষার্থীরা ভালো হয়ে মনোযোগ দিয়ে আগের মত সুন্দর ভাবে লেখা পড়া করবে।