নওগাঁর বদলগাছীতে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় মসজিদের ইমাম আটক

অন্তর আহম্মেদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় মসজিদের ইমাম আবু হাসান কে আটক করেছে পুলিশ।

মামলার অভিযোগপত্রে জানা গেছে, নওগাঁর বদলগাছি উপজেলার মিঠাপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস এর ছেলে আবু হাসান তিনি স্থানীয় মসজিদে ইমামতি করতেন, ব্যাবহার ভালো না হওয়াই মসজিদ থেকে বাদ দিলে এলাকায় আরবী পড়ানো শুরু করেন। আজ শনিবার সকাল ৭টায় মিঠাপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়ায় আবু হাসানের বাসায় আরবী পড়তে যায় খোলশাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী (ছদ্মনাম) সুরাইয়া খাতুন। ছাত্র ছাত্রী আসতে দেরী হওয়াই সুযোগ পেয়ে আবু হাসানের শয়নকক্ষে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটি কাঁদতে কাঁদতে আসলে একাকাবাসীর সহায়তায় মেয়েটির বাবা থানায় এসে বিষয়টি জানান।

এই বিষয়ে বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, অভিযুক্ত ইমাম আবু হাসান কে আটক করা হয়েছে তার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে মামলা রুজু হয়েছে।