জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে খাবার বিতরণ

ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০ তম শাহাদাত বার্ষিকীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি।

রোববার ৩০মে দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা যুবদলের সভাপতি আবু নূর চৌধুরী , দপ্তর সম্পাদক মামুন ,মহিলা দলের সভানেত্রী ফারহাতুন নাহার প্যারিস ,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তারেক আদনান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরু, ছাত্রদল সভাপতি কায়েস, জাসাসের সাধারণ সম্পাদক কল্প বর্ধন সহ দলটির অন্যান্যরা।

উল্লেখ্য সংক্ষিপ্ত আলোচনা ও মিলাদ মাহফিল শেষে অসহায় প্রায় দেড়শতাধিক নারী-পুরুষের মাঝে খাবার বিতরণ করা হয়।