বালিয়াডাঙ্গীতে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৯ টি ফেনসিডিল বোতল ও নগদ ১ লক্ষ ৮১ হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮ টায় উপজেলার মহিষমারী গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে জয়নাল আবেদিনের বাড়ীর হতে ৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব নারগুন (খোচাবাড়ী তেতুলতোলা) মোঃ আবুল কালামের ছেলে আবু সালেহ নাসিম(২৭), একই উপজেলার নিশ্চিন্তপুর সাহাপাড়া গ্রামের মৃত সরদার মোহাম্মদ এর ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৮) ও জগন্নাথপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আসাদুজ্জামান ওরফে আসাদ (৩৯)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৯ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বহন করার কালো রংয়ের বিশেষ কায়দায় পকেটযুক্ত দুইটি জ্যাকেটে নগদ ১ লক্ষ একাশি হাজার টাকা সহ তিনজনকে আটক করে পুলিশ। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে এসআই আব্দুস সোবহান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম বলেন, আটককৃত আসামীদের শনিবার ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।