ঠাকুরগাঁওয়ে করোনায় একদিনে আক্রান্ত ৭ ,মৃত্যু -০১ 

আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

গত কয়েক দিনের মধ্যে ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত শনাক্ত আবার বেড়েছে।

২৭ মে বৃহস্পতিবার জেলায় দাদা ও ২ নাতিসহ ৭ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ২৭ মে সন্ধ্যায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর, সিডিসি থেকে ৩ জন এবং সদর হাসপাতাল ঠাকুরগাঁও হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৪ জন মোট ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে সদর উপজেলায় ০১ জন ,বালিয়াডাঙ্গীতে দাদা ও ২ নাতিসহ ০৪ জন এবং রানীশংকৈলে ০২ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া হরিপুর নিবাসী ৭০ বছর বয়সী করোনা সংক্রমিত রোগী (পুরুষ) চিকিৎসাধীন অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে মারা গেছেন। তিনি দীর্ঘমেয়াদী কিডনি রোগেও ভুগছিলেন বলে জানান সিভিল সার্জন।

পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৬৬৯ জন, যাদের মধ্যে ১৫৬৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মোট মৃত্যু ৩৬ জন।

আনোয়ার হোসেন আকাশ

মোবাঃ ০১৭১৬১২৯৯৬৭