ভারত ও বাংলাদেশের পর্যটন ফোরামের সাথে একটি পর্যটন ব্যবসায়ীক চুক্তি স্বাক্ষরিত হয়। 

পঞ্চগড় প্রতিনিধি:

জলদাপাড়া ও মহালদিরাম জঙ্গল ক্যাম্পের রিসোর্ট স্বত্বাধিকারী প্রকৃতিপ্রেমী এর মালিক বিশ্বজিৎ সাহা কে বাংলাদেশ পর্যটক ফোরাম এর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানান মোঃ আবু সালেক।

জলদাপাড়া জঙ্গল ক্যাম্প ও মহান দিরহাম জঙ্গল ক্যাম্প রিসোর্ট গুলোতে অপরূপ সৌন্দর্যের সমাহার ফুটে উঠেছে চারিদিকে।

মন মুগ্ধকর দৃশ্য সকলেরই মন কারবে।

প্রকৃতির নিরিবিলি ও চমৎকার পরিবেশ দেখে যে কেউ প্রকৃতির প্রেমে পরে জাবে।

বাংলাদেশ পঞ্চগড় পর্যটন ফোরামের প্রতিনিধি মোঃ আবু সালেক বলেন, পর্যটন ব্যবসার প্রসার ঘটাতে বাংলাদেশ পঞ্চগড় জেলা পর্যটন ফরমের সাথে ভারতের জলদাপাড়া জঙ্গল ক্যাম্পের পর্যটন কমিটির সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের বুয়াত কমিটির সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেন বাংলাদেশ ও ভারতের সীমানার মধ্যে বন্ধন সুদৃঢ় করে গড়ে উঠবে বলে আশা করা যায়।

এ বিষয়ে বাংলাদেশ পঞ্চগড়ের পর্যটন ফোরামের প্রতিনিধি মোঃ আবু সালেকের সাথে আলোচনা করা হয়েছে। আগামীতে দূই ফোরামের যৌথ উদ্যোগে ভারত-বাংলাদেশ পর্যটন ব্যবসার যেমন প্রসার ঘটবে তেমনি আবার দুই দেশের সম্পর্ক আরও প্রসারিত হবে।

তিনি আরো বলেন বাংলাদেশ থেকে যারা বেরাতে আসেন অবশ্যই যেনো এই রিসোর্ট এ একবার আসেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের প্রতি ছবি ফুটে আছে চারো দিকে।

নিরিবিলি ও স্বাস্থ্য কর পরিবেশ। পরিবার সহ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন।