
গভীর রাতে রান্না ঘরের আগুনে পুড়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ টি গবাদি গরু ও ৭ টি ছাগলের মৃত্যু হয় এবং ঘরের সকল জিনিসপত্র পুড়ে সর্বস্ব হারিয়ে পথে বসেছে দুই পরিবার।
বৃহস্পতিবার (২৭ মে) রাত দেড়টার সময় উপজেলার চাড়োল ইউনিয়ের দোগাছি ক্ষিরাপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গভীর রাতে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে পড়ে বসত ঘর ও গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
খবর পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলা ফায়ার সার্ভিস পৌঁছাতে পৌঁছাতে ২ পরিবারের ৩ টি গরু ৭ টি ছাগল সহ ৪ টি ঘরের মূল্যবান আসবাবপত্র, তৈজসপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ভয়াবহ আগুনের কবল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া কোনো কিছুই রক্ষা পায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই এলাকার ইউপি সদস্য দিলিপ কুমার চ্যাটার্জী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসন থেকে সহায়তা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।