আদিতমারিতে শিশুর বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত চারজন 

রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট প্রতিনিধিঃ

জেলার আদিতমারি উপজেলার সাপ্টিবাড়ীতে দুই পরিবারের দুই শিশুর বিবাদের জেরে দুই অবিভাবক পক্ষের সংঘর্ষে আহত চারজন । মুমুর্ষ অবস্থায় রংপুর মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি । এ সংক্রান্ত ঘটনায় আদিতমারি থানায় অভিযোগ দায়ের।

অভিযোগ সূত্রে জানাগেছে, সাপ্টিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় শিশু লাবনী আক্তার (৭) ও শিশু রাসেল (৮) এর মধ্যে কথাকাটাকাটি ও মারপিটের ঘটনা ঘটে । এরই জেরে পরে উভয় পরিবারের অবিভাবকদের দুই পক্ষের মধ্যে দেশীয় লাঠি সোডায় মারামারি হয় । এসময় হোসেন আলী ,সুমনা সহ চারজন গুরুতর আহত হয়। এছাড়াও সুমনার মা ময়না বেগমের শ্লীলতা হানি ঘটায়।

এ সংক্রান্ত বিষয়ে রফিক বাদি হয়ে আদিতমারি থানায় একটি অভিযোগ করলে ঘটনাস্থলে তদন্ত করেন এসআই প্রদীপ । তবে ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও অভিযোগটি রহস্যজনক কারণে নথিভুক্ত করেনি ওই থানার অফিসার ইনচার্জ এ অভিযোগ বাদী পক্ষের লোকজনের। এবিষয়টি নিয়ে কথা বলে নিশ্চিত হওয়া গেছে তদন্তকারী কর্মকর্তার নিকট।

গুরুতর আহত হোসেন আলী রংপুর মেডিকেলে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।