
স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধান:-
খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় দূর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী করনিয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস এ সময় তিনি বলেন ঘুর্ণিঝড় ইয়াস আতংক আতংকিত না হয়ে সচেতন হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।তিনি আরো বলেন ২৬ বা ২৭মে ঘুর্ণিঝড় ইয়াস বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। সম্ভাব্য দূর্যোগের হাত থেকে আত্নরক্ষার্থে মানুষকে সচেতন করা ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন করা হয়েছে। উপজেলার ১২৩টি আশ্রয়কেন্দ্রে শুকনা খাবারের ব্যবস্থা, রাতে আলোর ব্যবস্থার প্রস্ততি গ্রহণ করা হয়েছে।
সভায় উপস্হিত ছিলেন দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আঃ কাদের,ইউপি চেয়ারম্যান যথাক্রমে বিনয় কৃষ্ণ রায়, শেখ আব্দুল কাদের, পঞ্চানন মন্ডল, সরোজিত কুমার রায়, সুদেব রায়। চালনা পৌর কাউন্সিলর শেখ বুলবুল, উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগন, বে-সরকারী উন্নয়ন সংস্থা জিও,এনজিও প্রতিনিধিগন, সিপিপি সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকগন।