
সাইমন হোসেন,ঠাকুরগাঁও সদর :
ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে শ্রমিক না পাওয়া গরীব,অসহায় ও বর্গা চাষী কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে।
২৫ মে (মঙ্গলবার) উপজেলার ১৬ নং নারগুন ইউনিয়নের এক কৃষকের দেড় বিঘা জমি ধান কাটার মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন জেলা,উপজেলা পৌর ছাত্রদলের নেতারা সহ প্রায় ৩০ জন সেচ্ছাসেবী।
জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েস বলেন, “এটা আহামরি ও আশ্চর্যের কোন বিষয় নয় ” আমরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রেরিত। জিয়াউর রহমানের ভালোবাসার প্রতীক সোনার বাংলার ধান আজ নষ্ট হচ্ছে কেবল শ্রমিক না পাওয়ার কারণে ধানের শীষের প্রতি আন্তরিক ভালোবাসায় আজ ফসলের জমিতে শ্রম দিতে আসতে বাধ্য করেছে।
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজু বলেন, ‘করোনা পরিস্থিতিতে জাতি এক ধরনের ক্রান্তিকাল পার করছে এমন সংকটেই যদি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে না পারি তাহলে আমাদের রাজনীতি অর্থহীন।
পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন ইসলাম বাবু জানান, দলের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে গরিব চাষিদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং এটা চলমান থাকবে।
ভুক্তভোগী কৃষক জানান, ধান কাটা নিয়ে খুব চিন্তায় ছিলাম হঠাৎ ছাত্রদলের নেতাকর্মীরা ধান কাটতে আসবে বিশ্বাসই হচ্ছিল না যেখানে দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে শ্রমিক পাওয়া যাচ্ছে না সেখানে তারা শুধু পানি পান করানোর বিনিময়ে আমার দেড় বিঘা জমির ধান কেটে বাসায় পৌঁছে দিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ।
এসময় অন্যান্যের মত উপস্থিত ছিলেন জেলা,উপজেলা পৌর ছাত্রদল সহ নারগুন ইউনিয়ন এর ছাত্রদলের নেতা কর্মীরা।