
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
“আমি চিরতরে দূরে চলে যাব,তবু আমারে দেবনা ভুলিতে” জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্ম জয়ন্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ষড়জ শিল্পী গোষ্ঠীর আয়োজনে ২৫ মে মঙ্গলবার বিকেলে শহরের নেপচুন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন সভাপতি রেজাউল ইসলাম বাবু,সম্পাদক আজিজুল হক,পৌর আ,লীগ ভারপ্রাপ্ত সম্পাদক মহাদেব বসাক,কবি ও লেখক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক প্রশান্ত বসাক, এম,এস ফেরদৌস বাহার প্রমুখ।
আলোচনা সভায় ষড়জ শিল্পী গোষ্ঠীর সদস্যরা বলেন, তিনি প্রেমের কবি,বিদ্রোহী কবি,গানের কবি,তিনি আমাদের সাম্যের কবি।তিনি শোষিত মানুষের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন-কোনো অশুভ শক্তির কাছে মাথা নত করেননি। নজরুলের চিন্তা -চেতনাকে অন্তরে ধারণ করে পথ চলার আহবান জানান বক্তারা।
আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।