
রাগীব আহসান রাজু,হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে আমগাছ থেকে মনসুর (মানসুর) আলী (৫৫) নামের এক বর্গাচাষির ঝুলন্ত লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠিয়েছে হরিপুর থানা পুলিশ ।
ঘটনাটি ঘটেছে, উপজেলার খোলড়া গ্রামের নিহত মানসুর এর বাড়ি থেকে অর্ধ কি: মি: দুরে খোলড়া বিলে খতিবের পুকুর পারের আমগাছে।
ঘটনা সুত্রে জানাযায়, মানসুরের নিজস্ব কোন জায়গা-জমি নেই, সে অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ ও পুকুরে মাছ চাষ করতো। সোমবার ধান কেটে রাতে পাহাড়া দিতে গিয়ে ফিরে আসেনি আর। এমতাবস্থায় ২৫শে মে মঙ্গলবার সকালে পুকুর পাড়ের আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।
হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গজেব বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে, এ বিষয়ে হরিপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।