বালিয়াডাঙ্গীতে জুনে ঘর পাচ্ছে আরো ৮০০টি ভূমি ও গৃহহীন পরিবার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ‍‌‌”মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার” উপহার হিসেবে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে ৮০০ টি ভূমিহীন-গৃহহীন পরিবার পাকা ঘর পাচ্ছে। এর আগে ১ম পর্যায়ে ১৬৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় পাকা ঘর প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ৮ টি ইউনিয়নে ৩৫ টি স্থানে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৮০০টি পাকা ঘর নির্মাণে ব্যায় হবে ১৫ কোটি ২০ লক্ষ টাকা, প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ১ লক্ষ ৯০ হাজার টাকা।

আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় পাকা ঘরের নির্মাণ কাজে নিয়োজিত মিস্ত্রি রমজান আলী জানান, ঘর নির্মাণে ব্যবহৃত ইট, রড, কাঠ, টিন ও সিমেন্ট উন্নত মানের। এখানে কাজে নিয়োজিত সকল মিস্ত্রি দক্ষ। আমাদের কাজে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই , প্রতিদিন ইউএনও এবং উপজেলা চেয়াম্যান আমাদের তদারকি করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: যোবায়ের হোসেন বলেন, আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে উপজেলায় ১৬৬ টি পাকা ঘর পেয়েছিলাম। ২৩শে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে আমরা ১৬৬টি ঘর উপকার ভুগিদের মাঝে বুঝিয়ে দিয়েছি। ২য় পর্যায়ে আমরা ৮০০ টি ঘরের বরাদ্দ পেয়েছি ঘরের নির্মান কাজ চলমান আছে কাজ প্রায়ই শেষের দিকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুন মাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর উদ্বোধন করবেন আমরা এর আগেই সবগুলো ঘরের কাজ সম্পূর্ন করতে পারব।

তিনি আরও বলেন, প্রতিটি ঘর নির্মান কাজে উন্নত মানের ইট, রড, সিমেন্ট, কাঠ, টিন ব্যবহার করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অত্যান্ত অগ্রাধিকার বিরল প্রজেক্ট পৃথিবীর কোথাও এমন কোন দেশ নাই যেখানে সারাদেশের এতগুলো ভূমিহীন-গৃহহীন পরিবারের তালিকা করে ঘর প্রদান করা হচ্ছে তাই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।

উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, উপজেলায় ভূমিহীন-গৃহহীন অনেক পরিবারের মাঝে ঘর দেওয়া হয়েছে। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে ৮০০ টি ঘর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুন মাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর উদ্বোধন করবেন । উপজেলায় আরও ভূমিহীন-গৃহহীন অনেক পরিবার রয়েছে। ঘর নির্মাণের জন্য জমি নির্বাচন করতে নিয়ে নানা বাধার সম্মুখিন হতে হচ্ছে। আমরা চেষ্টা করছি খাস জমিগুলো খুজে বের করে উপজেলার সকল গৃহহীনদের ঘর প্রদান করতে। এতে প্রধানমন্ত্রীসহ সকলের সহযোগিতা কামনা করছি।

ঠাকুরগাঁও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন বলেন, আ.লীগ সরকার ও জননেত্রী শেখ হাসিনা অবাস্তব কাজকে বাস্তবতার রূপ দিয়েছেন। পৃথিহীর কোন দেশে গৃহহীন দের ঘর ও জমি প্রদানের উদ্যোগ বিগত দিনে কেউ গ্রহণ করেনি। আমরা আশাবাদী এলাকার মানুষ আ.লীগ সরকারের পাশে সর্বদা থাকবে।

ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ আলহাজ্ব মো. দবিরুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় উন্নয়নের ধারাবাহিকতা আমরা কাজ করছি। আমি ৮ বারের নির্বাচিত সাংসদ হিসেবে আমার এলাকার মূল্যায়ন সব সময় বেশিই ছিল। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।