বালিয়াডাঙ্গীতে বায়ার ক্রপ সাইন্স লিমিটেড কর্মীর সড়ক দূর্ঘটনার নিহত, পরিবারকে ৪ লাখ টাক সহায়তা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত বায়ার ক্রপ সাইন্স লিমিটেড-এ এফডি পদে কর্মরত আবু সাঈদ (৩০) নামে এক কর্মীকে মরোনত্তর ৪ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

গত শনিবার (২২মে) সকালে উপজেলার বটেরহাট কাওমী মাদরাসা মাঠে কোম্পানীর পক্ষ থেকে প্রতিনিধিগণ নিহত কর্মীর বাবা আবেদ আলীকে এ চেক তুলে দেন।
চেক প্রদানের সময় ব্র্যাকের সিনিয়র প্রশিক্ষক সুব্রত ভৌমিক, ননি গোপাল রায়, প্রশিক্ষক মুক্তি রানী, বায়ার ক্রপ সাইন্স লিমিটেড এর ঠাকুরগাঁও পঞ্চগড় এলাকার টেরিটরি এক্সিকিউটিভ অফিসার তারিফ শাহরিয়ার, ঠাকুরগাঁও জেলার এমডিও রবিউল আওয়াল দুলাল, বালিয়াডাঙ্গী উপজেলার এফএ হুমায়ুন কবির, স্থানীয় পরিবেশক আব্দুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন। কোম্পানীর দায়িত্ব পালনরত অবস্থায় গত ২৪ নভেম্বর ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের বালিয়া পুকুর নামক স্থানে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান আবু সাঈদ। তিনি উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামের আবেদ আলীর ছেলে।

নিহত কর্মীর বাবা আবেদ আলী জানান, আমার ছেলের পরিবারের একমাত্র উপার্জনকারী
ছিলেন। ছেলের মৃত্যুর পর আমরা পথে বসেছিলাম। তাঁর মরোনত্তর ৪ লাখ টাকার চেক আমাদের পরিবারকে ঘুরে দাড়াতে সহায়তা করবে। তবে ছেলের মৃত্যুর শোক আমরা এখনও ভুলতে পারিনি।

বায়ার ক্রপ সাইন্স লিমিটেড এর বালিয়াডাঙ্গী উপজেলার এফএ হুমায়ুন কবির জানান, আমাদের কোম্পানীর নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করাকালীন সময়ে সড়ক দুর্ঘটনায় কোন কর্মী মারা গেলে তাঁর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান বিধান রয়েছে। এ নিয়েমেই আবু সাঈদের পরিবার ৪ লাখ টাকা সহায়তা পেলেন।