
বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা “একটুখানি মানবতা” সংগঠনের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলার ২০ টি অসহায় পরিবারকে আর্থিকভাবে সাবলম্বী করতে তাদের পাশে দাড়ায়।
২১ মে ঠাকুরগাঁও জেলার সদর ও বালিয়াডাঙ্গী উপজেলার ২০ টি অসহায় পরিবারকে আর্থিকভাবে সাবলম্বী করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করে । এর মধ্যে ১ জন ভর্তি পরীক্ষার্থীকে ৬০০০ টাকা উপবৃত্তি প্রদান, ৫ জন ভূমিহীনকে ২৫০০০ টাকা দিয়ে বর্গা জমির ব্যবস্থা করে কৃষি কাজ করার জন্য, একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে দোকান ঘর মেরামত বাবদ ৫০০০ টাকা ও ১৪ টি অসচ্ছল পরিবারকে একটি করে ছাগল দিয়েছে সংগঠনটি।
বিতরণের সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আরিফ হাসান, সহ-সভাপতি জ্যোতিময় সিংহ, সাধারণ সম্পাদক ফোরকান মিঞাসহ সংগঠনের সদস্যরা।
সংগঠনের সভাপতি আরিফ হাসান জানান, প্রজেক্টের মূল উদ্দেশ্য পরিবারগুলোকে তাদের আর্থিক অনিশ্চয়তার যাঁতাকল থেকে মুক্তি ও স্বাবলম্বী পরিবার হিসেবে গড়ে উঠতে সাহায্য করা। আমারা চেষ্টা করছি যাতে আমাদের আশে পাশের অসহায় মানুষগুলো একটু হাসিখুশি থাকে। এর আগে আমরা করোনা মহামারীতে ৩০০ পরিবারের মাঝে খাবার ও কম্বল বিতরণ করি।