ঠাকুরগাঁওয়ে ২০ টি অসহায় পরিবারের পাশে দাঁড়াল ‍‌‌‌”একটুখানি মানবতা” সংগঠন

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা “একটুখানি মানবতা” সংগঠনের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলার ২০ টি অসহায় পরিবারকে আর্থিকভাবে সাবলম্বী করতে তাদের পাশে দাড়ায়।

২১ মে ঠাকুরগাঁও জেলার সদর ও বালিয়াডাঙ্গী উপজেলার ২০ টি অসহায় পরিবারকে আর্থিকভাবে সাবলম্বী করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করে । এর মধ্যে ১ জন ভর্তি পরীক্ষার্থীকে ৬০০০ টাকা উপবৃত্তি প্রদান, ৫ জন ভূমিহীনকে ২৫০০০ টাকা দিয়ে বর্গা জমির ব্যবস্থা করে কৃষি কাজ করার জন্য, একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে দোকান ঘর মেরামত বাবদ ৫০০০ টাকা ও ১৪ টি অসচ্ছল পরিবারকে একটি করে ছাগল দিয়েছে সংগঠনটি।

বিতরণের সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আরিফ হাসান, সহ-সভাপতি জ্যোতিময় সিংহ, সাধারণ সম্পাদক ফোরকান মিঞাসহ সংগঠনের সদস্যরা।

সংগঠনের সভাপতি আরিফ হাসান জানান, প্রজেক্টের মূল উদ্দেশ্য পরিবারগুলোকে তাদের আর্থিক অনিশ্চয়তার যাঁতাকল থেকে মুক্তি ও স্বাবলম্বী পরিবার হিসেবে গড়ে উঠতে সাহায্য করা। আমারা চেষ্টা করছি যাতে আমাদের আশে পাশের অসহায় মানুষগুলো একটু হাসিখুশি থাকে। এর আগে আমরা করোনা মহামারীতে ৩০০ পরিবারের মাঝে খাবার ও কম্বল বিতরণ করি।