
স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধান:-
“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার”খুলনার দাকোপ উপজেলায় খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মোহম্মদ আব্দুল রশিদ আজ ২২ মে শনিবার দাকোপ উপজেলার মুজিব বর্ষের দিত্বীয় পর্যায়ের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন। এসময় উপস্হিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলীখান,উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস,উপচমজেলার সহকারী কমিশনার ভুমি জনাব মুর্তজা খান,উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আবদুল কাদের,দাকোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়,কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল,লাউডোব ইউপি চেয়ারম্যান সরোজিত কুমার রায়। সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ও উপকারভোগীগণ। পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয়কমিশনার(সার্বিক) উপকারভোগীগণের সাথে মতবিনিময় করেন। নির্মিত ঘরের সার্বিক কোয়ালিটি নিয়ে সন্তোষজনক মতামত ব্যক্ত করেন।