রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা 

স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধান:-

পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক (সাংবাদিক) রোজিনা ইসলামকে শারীরিক ভাবে নির্যাতনকারী স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম এবং স্বাস্থ্য খাতে লুটপাটকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্তে রোজিনার মুক্তির দাবিতে

খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া গনমাধ্যম কর্মি

মানব অধিকার কর্মি ও শুশিল সমাজের নেত্ববৃন্দ মানব বন্ধন করেছে।

আজ ২২মে শনিবার বিকাল ৫টার সময় বাজুয়া অগ্রগামী যুবসংঘের সামনে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সহসাধারন সম্পাদক ও টিভি বাংলার খুলনা জেলাপ্রতিনিধি স্বপন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিব্য প্রতিবাদ সভায় বক্তব্য করেন টিভি বাংলারখাদ্য খুলনা জেলাপ্রতিনিধি স্বপন কুমার রায়,রিপোটার্স ক্লাবের সহসভাপতি দেবাশীষ বাইন,গাজী রবিউল ইসলাম,এনপিএস এর খুলনা কডিনেটর ডাঃমিজানুর রহমান বাংলাদেশমানবধিকার এর দাকোপ সভাপতি সাংবাদিক ,তপুসরকার, দাকোপ টাইস এর পরিচালক রুমান আহমেদ, সসাংবাদিক জজয়ন্ত রায়,সৌরব মন্ডল, তাপস মহালদার, মানবধিকার কর্মি নিলিমা সরকার, লুৎফা বেগম,হেমলতা প্রমুক

বক্তরা এ সময় বলেন, স্বাস্থ্য খাতে দুর্নিতি ও শতশত কোটি টাকার অনিয়ম ধারাবাহিকভাবে তুলে ধরায় প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক (সাংবাদিক) রোজিনা ইসলামকে শারীরিক ভাবে নির্যাতন করেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম।

তারা আরো জানান সাংবাদিকদের ভাষা রুখতে যে ডিজিটাল আইন দেওয়া হয়েছে সেটার পরিবর্তন করে সাংবাদিকদের মুক্তভাবে কথা বলার স্বাধিনতা দিতে হবে ,সারাদেশের সংবাদকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং নিঃশর্তে স্বসম্মানে প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক (সাংবাদিক) রোজিনা ইসলামকে মুক্ত সহ তাকে হেনেস্তা কারী সকলকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।

এসময়ে বক্তব্যকারীরা সারা দেশের সাংবাদিক ,জনসাধারণ সকলকে এক হয়ে দুর্নিতিবাজদের রুখে দিতে আহবান জানান।