সাংবাদিক রোজিনার নিঃশ্বর্ত মুক্তির দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে আটকে রেখে নির্যাতনের বিচার, নিঃশ্বর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবিতে ঠাকুগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তায় বালিয়াডাঙ্গী প্রেসক্লাব ও সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধন করে। মানবন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, রানীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক জুলফিকার আলী শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সাংগঠনিক সম্পাদক আল মামুন জীবন, সাংবাদিক জানে আলম শেখ, মোস্তাফিজুর রহমান, হাসান আলী, মাজেদুল ইসলাম হৃদয়, বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. টিএম মাহববুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিয়ম, দূর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ আমলাদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্তা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।