
নিজস্ব প্রতিনিধিঃ
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনার ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার কর্মরত সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১ টায় রাণীশংকৈল প্রেসক্লাব ও রাণীশংকৈল অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন ও সুধী মহলের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।
এতে অংশ নেয় লেখক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, ক্রীড়াবিদ, রাজনৈতিক, রাণীশংকৈল ফেসবুক ব্যবহারকারী, ও শুশীল সমাজের সর্বস্তরের মানুষ।
এতে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ ইয়াসিন আলী, রাণীশংকৈল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, প্রভাষক মোস্তাফিজুর রহমান মোস্তা, রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, যুগ্ম সম্পাদক খুরশিদ শাওন, সাবেক সাধারন সম্পাদক বিপ্লব হোসেন, প্রবীণ সাংবাদিক আনিসুর রহমান বাকি, নুরুল হক, আশরাফুল আলম, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি আবু তাহের হোসেন, রানীশংকৈল উদিচি শিল্পী গোষ্ঠির সভাপতি রেজাউল ইসলাম বাবু, লেখক ও কবি মনিরুল ইসলাম রয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তামিম হোসেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য তারেক আজিজ, যুবদলের যুগ্ন আহবায়ক এম আর বকুল মজুমদার, ওয়ার্কাস পার্টির নেতা আলমগীর হোসেন প্রমূখ।
উল্লেখ্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া ও মানবাধিকার কর্মী সোহাগ আলী।