পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি/ সম্পাদক

 

হামিদুল হক মন্ডল ,গাইবান্ধা প্রতিনিধিঃ

পবিত্র ঈদ-উল ফিতর কে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন পলাশবাড়ী উপজেলা সহ গাইবান্ধা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন বলেন,ঈদ হাসতে শেখায়, ঈদ ভালোবাসতে শেখায়,ত্যাগের মহিমা শেখায়, ঈদ আমাদের শুধু আনন্দই দেয়না,মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বন্ধনে আবদ্ধ করে এবং সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। পবিত্র ঈদুল ফিতর মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে। করোনা মহামারী কালীন সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ স্থান থেকে ঈদুল ফিতর উদযাপন করুন। তিনি আরো বলেন,পরম করুনাময় আল্লাহ’তালার কাছে প্রার্থনা করি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি,সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্ববাসী।

 

বাংলাদেশ যেভাবে সব সংকট উত্তরনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে ঠিক একই ভাবে করোনা সংকট জয় করে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নব উদ‍্যমে এগিয়ে যাক বাংলাদেশ। প্রতি বছর ঈদ-উল ফিতর আমাদের মাঝে ফিরে আসে। কিন্তু এ বছর ও করোনার কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই ঈদ-উল ফিতরের ঈদের খুশি উদযাপন করুন।

 

পরিশেষে তিনি পৌরবাসী সহ উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ ও দেশের সকল মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।