
মুক্ত বাংলা টিভি (Mukto Bangla Tv) ও মাসিক মুক্ত জগৎ ম্যাগাজিন পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকল সংবাদকর্মী, দর্শক-শ্রোতা, পাঠক বৃন্দ এবং কলাকৌশলীসহ সকল শুভাকাঙ্খীদের প্রতি রইল ঈদুল ফিতরের শুভেচ্ছা। মাহে রমজানের মহাত্ম্যকে বুকে ধারণ করে “ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি” এই এই বাক্যটিকে বাস্তবে রূপান্তর করতে হলে নিজ পরিবারের পাশাপাশি নিজেদের পাড়া-প্রতিবেশী, অসহায় গরীব মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে হবে তাহলেই এই বাক্যের সার্থকতা পূর্ণ হবে। বন্ধুত্ব, ভালোবাসা ও সাহায্যের হাত এই তিন মিলে হয়ে যাক এবারের ঈদ আনন্দের মহা উৎসব।। কোভিড-১৯ প্যান্ডামিক সিচ্যুয়েশনেও ঈদ আনন্দ ছড়িয়ে যাক প্রতিটি ঘরে ঘরে। এই আশা ব্যক্ত করে সবাইকে জানাই ঈদ মুবারাক!! ঈদ মুবারাক !! #EidMubarak
শুভেছান্তেঃ
মোঃ সোহাগ আলী
( মিডিয়া ও মানবাধিকার কর্মী)
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্ত বাংলা টিভি
সম্পাদক ও প্রকাশক মাসিক মুক্ত জগৎ
www.muktobangla.tv