
ওয়াসিম আলী, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
করোনা-১৯ মহামারী দুঃসময়ে হরিপুর প্রেসক্লাব তহবিল থেকে সদস্যদের মাঝে ঈদের উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
১১মে মঙ্গলবার বিকাল ৫টার সময় হরিপুর প্রেসক্লাব হলরুমে প্রত্যেক সদস্যদের মাঝে ৪৫০০ টাকা করে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি শফিকুল আজম চৌধুরী (সুজা) সহ: সভাপতি নগেন্দ্র রাম দাস ও ইউসুফ আলী সাধারণ সম্পাদক এম এ রসিদ যুগ্ম সাধারণ সম্পাদক আল-মামুন চৌধুরী সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মুসা, সাংবাদিক আবুল কালাম আজাদ, মাইনউদ্দীন মনি, জাকিউর ইসলাম রনি, জসীম উদ্দিন জয়, আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম জীবন, রাগীব আহসান রাজু, ওয়াসিম আলী ও আরিফ।
করোনা মহামারী দুঃসময়ে কার্যকরী এ সিদ্ধান্ত নেওয়ার জন্য হরিপুর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে ঈদের শুভেচ্ছা’সহ অভিনন্দন জানিয়েছে প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা।