পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক 

অন্তর আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।

 

তিনি পবিত্র ঈদুল ফিতরের আগাম এক শুভেচ্ছা বার্তায় বলেন, শান্তি,সমপ্রীতি, ত্যাগ, তিতিক্ষা ও সংযমের বার্তা নিয়ে ঈদুল ফিতর। ধর্ম ভেদাভেদ ভুলে ধর্ম যার যার উৎসব সবার এই বার্তাই ছড়িয়ে যাক সবার মাঝে ঈদের আনন্দ। এবছর ঈদ বিশ্ববাসীর কাছে একটু ব্যতিক্রম, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী নভেল করোনা ভাইরাস(কোভিড ১৯)এর সংক্রমণ থেকে বাঁচতে বেশিরভাগ দেশেই চলছে লকডাউন। আর তাই মুসলমানরা বাসায় অবস্থান করে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এই ঈদ পালন করবেন।

 

ধনী-গরিবের সব ব্যবধান ভুলে সবাই যেন ঈদের আনন্দে শরিক হতে পারে।ঈদ হোক সবার জীবনে আনন্দের উৎসব। আসন্ন ঈদকে সামনে রেখে এটাই আমার প্রত্যাশা।