মহাদেবপুরে ঈদ সামগ্রী বিতরণ করলেন ছাত্র অধিকার পরিষদ

মহাদেবপুর প্রতিনিধি:

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নওগাঁ জেলার অন্তর্গত মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে  মঙ্গলবার (১১মে ) উপজেলার অন্তর্গত বিভিন্ন এলাকায় শতাধিক অসহায়, সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ নওগাঁ জেলার শাখার সিনিয়র সহ-সভাপতি শাকিব খান, মোঃ মিনহাজ (সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক), সোহেল রানা ( সমাজ সেবা বিষয়ক সম্পাদক), রাজু আহমেদ (ক্রিড়া সম্পাদক), আবদুল্লাহ (সহ-সংস্কৃতি সম্পাদক), এছাড়া ও সক্রিয় সদস্য আহসান হাবিব, ইমরান হোসেন, মর্তুজা, জুয়েল সহ আরো অনেকে।

 

মঙ্গলবার সকাল ১০ টায় এ মহাদেবপুরে গরীব, দুস্ত মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে এ উদ্দোগটি শেষ করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মহাদেবপুর উপজেলা শাখা, নওগাঁ।

অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্ট সকলে বলেন , বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সকল শিক্ষার্থীদের যৌক্তিক আদায়ের জন্য গড়ে ওঠে। অধিকার আদায়ের জন্য এই সংগঠনের জন্ম হয়েছে। এই সংগঠনটি শুরু থেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রাম গণমানুষের কল্যাণে কাজ করছে এবং তা অব্যাহত থাকবে। আমাদের জন্য সকলে দোয়া করবেন যেন, আমরা মানুষের অধিকার ফিরিয়ে আনতে পারি । পাশাপাশি যে সকল ভাইয়েরা উক্ত ঈদ উপহার প্রোগ্রামকে বাস্তবায়নে সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানান ।