
মোঃ আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,
গত এক সপ্তাহ যাবত চুয়াডাঙ্গা ভি, জে, সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে স্পিডব্রেকার এর উপরে কোন চিহ্ন না থাকায় সড়ক দুর্ঘটনার মাত্রা বেড়ে চলেছে। সড়ক দুর্ঘটনায় গতকাল একজনের মৃত্যু ঘটে এবং আজ সকালে একটি আলমসাধু উল্টিয়ে একজন মুরুব্বী পুরুষ একজন মুরুব্বী মহিলা এবং আলমসাধু ড্রাইভার গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়।এর পরিপ্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এলাকাবাসী ।
বিশেষ করে মো:রোকনুজ্জামান
(কার্যকরী সদস্য চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা),মো: জাকির হুছাইন জ্যাকি (যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখা), কানন আহমেদ (সভাপতি, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখা), ইয়ুথ এসম্বলীর সদস্য মোঃ ওয়াজেদ হুছাইন ।চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হুছাইন জ্যাকি বলেন আমরা কিছুজন তরুণ মিলে স্পিড ব্রেকার চিহ্ন দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে আমাদের সড়কটি দীর্ঘ দুই মাস আগে নতুনভাবে মেরামত করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত দুই মাসের মধ্যে সড়ক বিভাগ স্পিড ব্রেকার এর জন্য কোন উদ্যোগ গ্রহণ করেনি। সড়ক বিভাগ সচেতন হলে এই দুর্ঘটনা গুলো হয়তো হতো না তাদের আরেকটু সচেতন হওয়া উচিত বলে আমরা মনে করি।