
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অস্বচ্ছল আনসার-ভিডিপির ২৫ জন মহিলা ও ২৫ জন পুরুষ সদস্যকে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) সকালে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৫০ টি অস্বচ্ছল আনসার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, সয়াবিন তৈল, পেঁয়াজ ও আলু ।
খাদ্য সহায়তা বিতরণের সময় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মনজুরা বেগমসহ অন্যান্য আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।