বালিয়াডাঙ্গীতে নগদ অর্থ সহায়তা পেল সাড়ে ১০ হাজার পরিবার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০ হাজার ৬৩৫ টি গরীব অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় ৪৫০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার ও মঙ্গলবার উপজেলার ৮ টি ইউনিয়নে এসব নগদ অর্থ প্রদান করা হয়েছে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান জানান, ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় উপজেলার ৮ ইউনিয়নে ৪৭ লাখ ৮৫ হাজার সাতশত পঞ্চাশ টাকা বিতরণ করা হয়েছে। ৪৫০ টাকা হারে এ সুবিধা পেয়েছে ১০ হাজার ৬৩৫ জন।

পিআইও কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন জানায়, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন করা হয়েছে।

জানা যায়, বড়বাড়ী ইউনিয়নে এক হাজার ৩’শ ৮৭ জন, আমজানখোর ইউনিয়নে এক হাজার ৩’শ ১৮ জন, ভানোর ইউনিয়নে এক হাজার ৩’শ ১৮ জন, দুওসুও ইউনিয়নে এক হাজার ৩’শ ৮৮ জন, বড়পলাশবাড়ী ইউনিয়নে এক হাজার ৩’শ ৮১ জন, ধনতলা ইউনিয়নে এক হাজার ২’শ ৩২ জন, চাড়োল ইউনিয়নে এক হাজার ৩’শ ৬১ জন ও পাড়িয়া ইউনিয়নে এক হাজার ২’শ ৫০ জন এসব সুবিধা পেয়েছেন।

বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলার ৮ টি ইউনিয়নের স্থানীয় ইউপি চেয়ারম্যানগন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদুর রহমান, ট্যাগ অফিসার নিখিল চন্দ্র বর্মনসহ অন্যান্যরা।