ঠাকুরগাঁওয়ে ছাত্রের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে দেলোয়ার হোসেন (২৭) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার মাধবপুর গ্রামের হাজি শামসুল হকের ২য় ছেলে।

মঙ্গলবার (১১মে) সকালে বাড়ি হতে ৫শ গজ দূরে ভুট্রাক্ষেতের ভেতর একটি কাঠাল গাছ হতে ঝুলন্ত অবস্থায় ছিল। পুলিশ প্রাথমিকভাবে এ মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখছে।

জানা যায়, সোমবার রাতে বাড়িতে ইফতার মাহফিল শেষে আত্বীয় স্বজনরা যে যার বাড়িতে চলে যায়। অন্যরা নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার ভোর রাতে পরিবারের লোকজন সেহেরী খেতে উঠে দোলোয়ার হোসেনকে ঘরে পাওয়া যায়নি। তার মোবাইলে বারবার ফোন করেও তার ফোন বাজলেও রিসিভ হচ্ছিল না।সকালে পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে তাকে বাড়ি হতে ৫শ গজ দূরে নিজস্ব ভুট্রা ক্ষেতের ভেতর একটি কাঠাল গাছে তার লাশ ঝুলতে দেখা যায়। পরে রুহিয়া থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া, রুহিয়া থানার ওসি চিত্তরন্জন রায় মৃতার বাবা শামসুল হক ,মা সালেহা বেগম,স্ত্রী মৌসুমী বেগম,ভাই সিদ্দিকুর রহমানকে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করেন। পরে মৃতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া জানান, সুরতহাল রিপোর্টে প্রাপ্ত তথ্য অনুযায়ী মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে মনে হচ্ছে । তারপরও ঘটনার রহস্য উদঘাটনে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণে করা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত মেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিস্তারিত জানা যাবে।