
অন্তর আহম্মেদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
আজ বুঝবার রাত ৮টায় নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন মোল্লার উদ্যোগে শহরের পার-নওগাঁ হাজিপাড়া, মাদ্রাসা পাড়া, খলিশাকুঁড়ী পাড়া সহ আশেপাশের এলাকায় প্রতি বছরের নায়, এবছরও রাতের আধাঁরে সমাজের গরীব, অবহেলিত, অসহায়, মানুষের বাড়ী বাড়ী গিয়ে ঈদ সামগ্রী লাচ্ছা-সেমাই, দুধ, চিনি, লবন, আতপচাল ও তেল বিতরণ করেন।
এ সময় তুহিন মোল্লা বলেন,“শুধু রাজনিতিক উদ্দেশ্যে নয়, মানুষের সেবার জন্য আমি সর্বদা নিয়োজিত থাকতে চাই। মানুষের জন্য কাজ করতে চাই।” নওগাঁর মানুষের পাশে যে কোনো দুর্যোগময় পরিস্থিতিতে আমি সব সময় পাশে ছিলাম থাকব।