আম নিয়ে নোমানের চোখে রঙিন স্বপ্ন হতে চান সফল উদ্যোক্তা!  

বিশেষ প্রতিনিধি:

আম নিয়ে শিক্ষার্থী নোমানের চোখে রঙিন স্বপ্ন হতে চান সফল উদ্যোক্তা!

সাপাহার সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র নোমান। কৃষক বাবার সন্তান তিনি। অনেক ইচ্ছে চাকরি না করে হবেন সফল উদ্যোক্তা। এজন্য আম চাষে নজর দেন নোমান। গ্রামের ফসলের মাঠে ৩ একরের বেশি জমিতে করেন আম চাষ।

বর্তমানে আম উৎপাদনে শীর্ষে নওগাঁ জেলা থাকায় আম নিয়ে দেখছেন ভিন্ন রকম স্বপ্ন। এজন্য পড়াশোনার পাশাপাশি করতে চান অনলাইন ব্যবসা। করোনাকালিন সময়ে অনলাইনে কুরিয়ার এর মাধ্যমে দেশের বিভিন্ন স্হানে নিজস্ব বাগানের ফরমালিনমুক্ত ফ্রেশ আম বিক্রি করতে চান নোমান।

এবিষয়ে তরুণ উদ্যোক্তা নোমানের সাথে কথা হলে তিনি জানান, চাকরি নামক সোনার হরিণের পিছনে না ছুটে নিজে থেকে কিছু করার চেষ্টা করছি, অলরেডি আম চাষ শুরু করেছি, আমার আম গাছে আম‌ও ধরেছে ভালো। কিছুদিনের মধ্যে আম পাকাও শুরু হবে। নিজেই নিজের বস হতে চাই অন্য আরো আট/দশজনের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই সেই হিসেবেই উদ্যোক্তাকে লাইফকে বেছে নেওয়া। নোমান আরও জানান নিজে উৎপাদিত অরজিনাল নওগাঁর বিখ্যাত আম অনলাইনের মাধ্যমে খুচরা ও পাইকারি সেল দিতে চাই দেশের যে কোন প্রান্তে তাই অগ্রিম অর্ডার নেওয়া শুরু করেছি।

উন্নত বাংলাদেশ, স্বপ্ন ও সম্ভাবনার উন্নয়ন রূপকল্পে এক নতুন হাতছানি হয়ে, দেশের বেকারত্বের হার কমিয়ে উদ্যোক্তা সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করবে নোমানদের মত তরুণরা। কমবে বেকারত্ব এগিয়ে যাবে দেশ।