রানীশংকৈলে ঈদকে সামনে রেখে জমে উঠেছে মার্কেটগুলো ! নেই করোনা সচেতনতা

নিজস্ব প্রতিবেদক :-

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রানীশংকৈলে জমে উঠেছে উপজেলাধীন মার্কেটগুলো। তবে করোনা মহামারীতে দেশে যেখানে কঠোর লকডাউন চলছে সেদিকে লক্ষ্য নেই কারো । মার্কেট গুলোতে গিয়ে দেখা গেছে গাদাগাদি করে করোনা সচেতনতা মূলক মাক্স ও সামাজিক দুরত্ব ছাড়াই ক্রেতা-বিক্রেতা উভয়ের মাঝে চলছে কেনাবেচা।

শুক্রবার বিকেলে উপজেলার বড় মার্কেট চৌরাস্তা -গীতাঞ্জলি, উৎসব, গেঞ্জিঘর , বিপুল ফ্যাশন সহ রাস্তা সংলগ্ন মুদির দোকান গুলোতেও সেই একই রকম দৃশ্য লক্ষ্য করা গেছে।

সচেতন মহলের দাবি, উপজেলা প্রশাসন যদি এ বিষয়ে কারোনা সচেতনতায় দ্রুত হস্তক্ষেপ না করেন আর এভাবে চলতে থাকলে রানীশংকৈল উপজেলায় করোনার তান্ডবলীলা খুব তাড়াতাড়ি লক্ষ্য করা যাবে তারা মনে করছেন।