বালিয়াডাঙ্গীতে অভিনব কায়দায় আরসিসি পিলারের রড চুরি

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিনব কায়দায় দালান ঘরের আরসিসি পিলারের রড চুরি করেছে ডাকাতরা ৷

গত রবিবার দিবাগত রাতে উপজেলার ভানোর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের খাইরুল ইসলাম (খয়বর) এর দালান ঘরের ৪ টি কক্ষের ১৬টি কলামের মধ্যে ১১টি কলামের রড চুরি করে নিয়ে ডাকাতরা ৷ রডগুলোর আনুমানিক ওজন ২৫ মন ৷ যার মূল্য ৮০ হাজার টাকা ৷

এলাকাবাসী জয়নাল আবেদিন জানান, খায়রুল ইসলাম (খয়বর) বাইরে চাকুরী করে কিন্তু তিনি গ্রামের বাড়িতে দালান ঘর দিচ্ছিলেন আর সিসি পিলার দিয়ে ৷ ৪টি কক্ষে ১৬ টি কলাম ছিল ৷ রাতের আধারে ডাকাতরা এসে ১১ টি কলামের রোড কেটে নিয়েগেছে ৷ গত সোমবার সকালে আসে দেখি কলামের রোডগুলো কটে নিয়ে গেছে ৷ এমন ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি ৷ আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের খুজে বের করে শাস্তির দাবী জানাচ্ছি প্রশাসনের কাছে ৷

এজাহার এর বাদী খাদেমুল ইসলাম বলেন, আমার ছোট ভাই খায়রুল ইসলাম বাইরে চাকুরী করেন ৷ তাই তার ঘরগুলোর কাজের দেখাশুনা আমি করছি ৷ ডাকাতরা আমার ভাইয়ের প্রায় ২৫ মন রড চুরি করে নিয়ে গেছে ৷ তাই আমি বাদী হয়ে থানায় এজাহার দিয়েছি ৷ প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ সুষ্ঠু চদন্ত করে ডাকাতদের খুজে বের করে আদালতে প্রেরণ করার ৷

এ বিষয়ে ভানোর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাব সরকার বলেন, রড কেটে নিয়ে যাওয়ার কথা আমি শুনেছি। যারা এই জঘন্য কাজটি করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে থানায় অভিযোগ দায়ের করতে বলেছি।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধানের কাছে জানতে চাওয়া হলে তিনি ঝামেলায় আছেন বলেন এবং এজাহার দিয়েছে কিনা জানতে হবে বলেন ৷