
রাশিদুল ইসলাম,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় নুসরাত জাহান তৃপ্তি (২১) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (৫ মে) দুপুরে উপজেলার ছোট চৌগ্রাম এলাকায় নিজ বাড়ীতে শয়ন ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রীর পিতা আওলাদ হোসেনকে আটক করেছে পুলিশ। মৃত তৃপ্তি সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজে থেকে এবছর উচ্চ মাধ্যমিক পাশ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নুসরাত জাহানের শোবার ঘরে ভেন্টিলেটর দিয়ে মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোক স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, তৃপ্তি ঈদে কেনা কাটারজন্য উপ বৃত্তির কিছু টাকা জমিয়েছিল। অভাবের কারণে সংসারের প্রয়োজনে বাবা আওলাদ হোসেন ওই টাকা চায়। কিন্তু তৃপ্তি দিতে অস্বীকার করলে বাবা মেয়ের ঝগড়ার এক পর্যায়ে বাবা আওলাদ হোসেন মেয়ে তৃপ্তিকে মারধর করে কাজে চলে যান। পরে প্রতিবেশীরা নুসরাত জাহানের শোবার ঘরে ভেন্টিলেটর দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ঘটনার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য বাবা মাকে থানায় আনা হয়েছে বলে জানান তিনি।