দুর্ঘটনায় সাত বছর বিছানায় ইবাদ আলীর পাশে দাঁড়ালেন সমাজ সেবিকা সালমা খাতুন মনি

আবদুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি:

একটি দুর্ঘটনায় পঙ্গু হয়ে সাত বছর ধরে বিছানায় পড়ে আছে ইবাদ আলী পরিবারে আয় রোজগারের কোন লোক না থাকায় খুবই সমস্যার মধ্যে জীবন যাপন করতে হচ্ছে তাদের। বিষয়টি স্থানীয় বাসিন্দারা বিশিষ্ট সমাজ সেবক দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান কে জানালে তিনি অসহায় ইবাদ আলীর বাড়িতে গিয়ে একটি ফেসবুক লাগভ করে বিত্তবানদের নিকট একটি হুইল চেয়ার ও সহযোগিতার জন্য আবেদন করেন । উদ্ভাবক মিজানের লাইভ দেখে একজন মানব দরদী হুইল চেয়ারের ব্যাবস্থা করে দেন । এছাড়াও ফেসবুক লাইভ দেখে অসহায় ইবাদ আলীর বাড়িতে চাল ডাল তেল নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন যশোরের জান্নাত ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট সমাজ সেবিকা সালমা খাতুন মনি।
অসহায় ইবাদ আলী যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের বাসিন্দা তার নিজস্ব জমি জায়গা না থাকায় রেল লাইনের পাশে সরকারি জমিতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন।
অসহায় এই পরিবারের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান মিজানুর রহমান ও স্থানীয় বাসিন্দারা।