রাণীশংকৈলে ৭ নং রাতোর ইউনিয়নে নৌকা প্রার্থী শরৎচন্দ্র রায়ের উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি:-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৫ ইউনিয়নে নির্বাচন কে ঘিরে যেন উৎসব বিরাজ করছে। নৌকা মার্কা প্রার্থী সহ সকল প্রার্থী নির্বাচিত হতে প্রতিনিয়ত উঠান বৈঠক সহ নানা ভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
২৭ অক্টোবর বুধবার এ দিনে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে আবেদন কৃত সকল প্রার্থীদের। যদিও দলীয় নৌকা মার্কা মনোনয়ন আগেই দেওয়া হয়েছে। কিন্তু প্রচারনার বৈধতা আজ থেকে শুরু হয়েছে।
নির্বাচন কে ঘিরে বাংলাগড় বাহের পাড়ায় উঠান বৈঠক করেছেন বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকা মার্কা প্রার্থী সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শরৎ চন্দ্র রায়। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ও দেখা গেছে উঠান বৈঠকে।
সেসময় উপস্থিত ছিলেন, নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শরৎ চন্দ্র রায় , ৫নং বাচোর ইউপি চেয়ারম্যান জিতেন্দ্র নাথ রায়,৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল হক, ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও বাংলাগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত রায়, ৯ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ও বাংলাগড় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসলাম উদ্দিন, ৭ নং রাতোর ইউনিয়ন আ’লীগ সদস্য আমজাদ, ৯ নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি ক্ষিতিস চন্দ্র রায়  আ’লীগ নেতা হাফিজুর রহমান, ৯ নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি দুলাল হোসেন , ৭ নং রাতোর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ স্হানীয় আ’লীগ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং আপামর জনসাধারণ প্রমূখ।