বালিয়াডাঙ্গীতে যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার(২৭ অক্টোবর) দুপুর ১২ টার সময় বিএনপি’র দলীয় কার্যালয়ে বালিয়াডাঙ্গী উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন্তাজ আলীর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয়, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সাদেকুল ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমরা কেন্দ্রীয় সকল কর্মসূচী পালন করবো এবং দেশনায়ক তারেক রহমান কে দেশে ফিরিয়ে আনবো ও দেশনেত্রী বেগম জিয়াকে মুক্ত করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশা-আল্লাহ ৷

আলোচনা শেষে বেগম জিয়ার সু-স্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন ৷